সুইডেনের প্রিন্সের নতুন প্রেম
সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ আবারও প্রেমে পড়েছেন। এবার তাঁর দহরম-মহরম চলছে মডেলকন্যা সোফিয়া হেলকভিস্টের সঙ্গে। ২৫ বছর বয়সী এই মডেলকন্যা সুইডেনের জনপ্রিয় স্টিল ম্যাগাজিনের প্রচ্ছদে বিকিনি পরে আর বক্ষবন্ধনীর বদলে অজগর সাপ জড়িয়ে পোজ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এর পর থেকেই তিনি বিকিনির মডেলতারকা হিসেবে খ্যাত।
ধারণা করা হয়, গত গ্রীষ্মে সুইডেনের একটি সৈকতে দুজনের প্রথম দৃষ্টিবিনিময় হয়। এরপর তাঁদের প্রণয় বহুদূর গড়িয়েছে। ইতিমধ্যে এই জুটি সুইডেন ও নিউইয়র্কে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন।
সোফিয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন প্রিন্স। এর আগে এক বিজ্ঞাপন-নির্মাতা নির্বাহীর সঙ্গে প্রায় এক দশক প্রেম করেন সুইডেনের সিংহাসনের দ্বিতীয় দাবিদার প্রিন্স। সোফিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের ব্যাপারে খোদ কার্ল ফিলিপ কিছু বলেননি। এ খবরের সত্যতা নিশ্চিত কিংবা স্রেফ গুজব বলেও উড়িয়ে দেননি তিনি।
ধারণা করা হয়, গত গ্রীষ্মে সুইডেনের একটি সৈকতে দুজনের প্রথম দৃষ্টিবিনিময় হয়। এরপর তাঁদের প্রণয় বহুদূর গড়িয়েছে। ইতিমধ্যে এই জুটি সুইডেন ও নিউইয়র্কে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন।
সোফিয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন প্রিন্স। এর আগে এক বিজ্ঞাপন-নির্মাতা নির্বাহীর সঙ্গে প্রায় এক দশক প্রেম করেন সুইডেনের সিংহাসনের দ্বিতীয় দাবিদার প্রিন্স। সোফিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের ব্যাপারে খোদ কার্ল ফিলিপ কিছু বলেননি। এ খবরের সত্যতা নিশ্চিত কিংবা স্রেফ গুজব বলেও উড়িয়ে দেননি তিনি।
No comments