এমআরপি তৈরির কাজ ভারতকে দেওয়ায় নেপালে বন্ধ্ ডেকেছে মাওবাদীরা
নেপালের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজ ভারতের একটি কোম্পানিকে দেওয়ার বিরোধিতা করে সে দেশের মাওবাদী দল ইউনাইটেড সিপিএন কাল রোববার বন্ধ্ ডেকেছে। গতকাল শুক্রবার মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে প্রচণ্ড বলেন, এমআরপির মতো একটি স্পর্শকাতর বিষয় প্রতিবেশী দেশ ভারতের একটি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হবে খুবই ঝুঁকিপূর্ণ। এতে নেপালের বহু অভ্যন্তরীণ তথ্য ভারতের হাতে চলে যাবে। প্রচণ্ড বলেন, সরকার নেপালের প্রচলিত আইনই লঙ্ঘন করেনি, এর মাধ্যমে এ সংক্রান্ত গণজবাবদিহিতা (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) অধ্যাদেশও অমান্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রচণ্ড বলেন, এমআরপির মতো একটি স্পর্শকাতর বিষয় প্রতিবেশী দেশ ভারতের একটি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হবে খুবই ঝুঁকিপূর্ণ। এতে নেপালের বহু অভ্যন্তরীণ তথ্য ভারতের হাতে চলে যাবে। প্রচণ্ড বলেন, সরকার নেপালের প্রচলিত আইনই লঙ্ঘন করেনি, এর মাধ্যমে এ সংক্রান্ত গণজবাবদিহিতা (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) অধ্যাদেশও অমান্য করা হয়েছে।
No comments