তিন ইংলিশ, এক পাকিস্তানি
শুক্রবার চট্টগ্রামে টেস্ট অভিষেকটা যদি হয়েই যায়, আজমল শাহজাদের প্রথম ওভারে একটু বেশিই সতর্ক থাকতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুটিতেই অভিষেক ওভারে উইকেট পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ছিল তাঁর অভিষেক, প্রথম ওভারেই নিয়েছেন তামিম ইকবালের উইকেট। গত মাসে দুবাইয়ে টি-টোয়েন্টির অভিষেক ওভারে তো উইকেট নিয়েছিলেন দুটি, আউট করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার ইমরান নাজির ও ইমরাত ফারহাতকে। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারেই একটির বেশি উইকেট আছে আর কেবল মনসুর আমজাদের। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে করাচিতে এক ওভার বোলিং করেই পাকিস্তানি লেগ স্পিনার ৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট! টেস্টে অভিষেক ওভারে দুই উইকেট আছে কেবল দুজনের, দুজনই শাহজাদের স্বদেশি। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে চার খেয়েছিলেন গ্রায়েম সোয়ান, কিন্তু তৃতীয় ও ষষ্ঠ বলে আউট করেছিলেন গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের মতো দুই ব্যাটসম্যানকে। ২০০৩ সালে জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেন ও স্টুয়ার্ট কার্লাইলকে আউট করেছিলেন রিচার্ড জনসন।
No comments