এক্সট্যাসি স্কুল হকি
এক্সট্যাসি জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বে কাল জিতেছে রাজশাহী কসবা স্কুল ও দিনাজপুর পৌরসভা স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কসবা ১৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বরগুনা জিলা স্কুলকে। দিনের অন্য ম্যাচে দিনাজপুর পৌরসভা হাইস্কুল ২-১ গোলে জিতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাধ্যমিক কলেজের বিপক্ষে।
No comments