ছয় সন্তানকে হত্যার দায়ে ১৫ বছর জেল
নিজের সদ্যোজাত ছয় সন্তানকে শ্বাস রোধ করে হত্যার দায়ে ফরাসি এক নারীকে গত বৃহস্পতিবার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সেলিন লিসেজ (৩৮) নামে ওই নারী গত সোমবার কাউটান্সেসের চ্যানেল শহরের একটি আদালতে ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের মধ্যে নিজের ছয় শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করেন। শুনানিকালে তিনি বলেন, ‘আমি সন্তানদের হত্যার বিষয়টি উপলব্ধি করতে পারি। সন্তানগুলো আমার দুজন প্রেমিকের।’
২০০৭ সালের অক্টোবরে লিসেজকে গ্রেপ্তার করা হয়। ওই বছর তাঁর এক প্রেমিক, যিনি শিশুটির বাবা, লিসেজের বাড়ির বেজমেন্টে ময়লার স্তূপে ওই শিশুর লাশ দেখতে পান।
তদন্তকারীরা বলেন, সেলিন লিসেজ লাজুক প্রকৃতির নারী। তাঁর কোনো মানসিক সমস্যা আছে বলেও মনে হয়নি। তবে লিসেজের অভিযোগ, অন্য প্রেমিক, যিনি খুন হওয়া পাঁচ সন্তানের বাবা, তাঁর ভয়ে তিনি ভীত থাকতেন। কিন্তু আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে কোথাও ওই প্রেমিকের আচরণে কোনো অসংগতি পাননি তদন্তকারীরা।
সন্তানদের কেন খুন করেছেন, এর সঠিক কোনো জবাব অবশ্য আদালতে দিতে পারেননি সেলিন লিসেজ।
সেলিন লিসেজ (৩৮) নামে ওই নারী গত সোমবার কাউটান্সেসের চ্যানেল শহরের একটি আদালতে ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের মধ্যে নিজের ছয় শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করেন। শুনানিকালে তিনি বলেন, ‘আমি সন্তানদের হত্যার বিষয়টি উপলব্ধি করতে পারি। সন্তানগুলো আমার দুজন প্রেমিকের।’
২০০৭ সালের অক্টোবরে লিসেজকে গ্রেপ্তার করা হয়। ওই বছর তাঁর এক প্রেমিক, যিনি শিশুটির বাবা, লিসেজের বাড়ির বেজমেন্টে ময়লার স্তূপে ওই শিশুর লাশ দেখতে পান।
তদন্তকারীরা বলেন, সেলিন লিসেজ লাজুক প্রকৃতির নারী। তাঁর কোনো মানসিক সমস্যা আছে বলেও মনে হয়নি। তবে লিসেজের অভিযোগ, অন্য প্রেমিক, যিনি খুন হওয়া পাঁচ সন্তানের বাবা, তাঁর ভয়ে তিনি ভীত থাকতেন। কিন্তু আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে কোথাও ওই প্রেমিকের আচরণে কোনো অসংগতি পাননি তদন্তকারীরা।
সন্তানদের কেন খুন করেছেন, এর সঠিক কোনো জবাব অবশ্য আদালতে দিতে পারেননি সেলিন লিসেজ।
No comments