আবারও হারল কলকাতা
পরাজয়ের পালা বুঝি শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। গত মৌসুমে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দলটি এবার শুরু করেছিল জয় দিয়ে। কিন্তু দুই ম্যাচ জিতেই ঢুকে গেল পরাজয়ের বৃত্তে। কাল রাজস্থান রয়্যালসের কাছে ৩৪ রানে হেরেছে কলকাতা। এটা তাদের টানা দ্বিতীয় পরাজয়। রাজস্থানের প্রথম জয়। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শেন ওয়ার্নের রাজস্থান। কলকাতা ২০ ওভারে ৫ উইকেটে তুলতে পারে মাত্র ১৩৪।
কাল আরেক ম্যাচে রাহুল দ্রাবিড়ের রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে হারিয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসকে। ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিল মুম্বাই। ক্যালিসের অপরাজিত ৬৬ (৫৫ বল) রানের কল্যাণে ৫ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।
কাল আরেক ম্যাচে রাহুল দ্রাবিড়ের রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে হারিয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসকে। ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিল মুম্বাই। ক্যালিসের অপরাজিত ৬৬ (৫৫ বল) রানের কল্যাণে ৫ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।
No comments