তান্ত্রিকের উপদেশে পাঁচ শিশু বলি
ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার দিগ্রাস গ্রামের বন্দনা মোকলে ছিলেন নিঃসন্তান। একটি সন্তানের আশায় বন্দনা শরণাপন্ন হয়েছিলেন স্থানীয় এক তান্ত্রিকের। সেই তান্ত্রিক বন্দনাকে উপদেশ দেন, ১১টি শিশু বলি দিতে পারলেই তিনি সন্তানের মা হতে পারবেন। এ আশায় বন্দনা তাঁর আত্মীয়স্বজন নিয়ে শিশু বলির উদ্যোগ নেন।
গত ডিসেম্বর থেকে শুরু হয় শিশু বলির অভিযান। চলতি মার্চ মাস পর্যন্ত এই গ্রামেরই এক পরিবারের পাঁচটি শিশুকে অপহরণ করে বন্দনা তান্ত্রিকের উপদেশমতো বলি দেন। কিন্তু ষষ্ঠ শিশু ঋষিকেশ দলভিকে অপহরণ করতে গিয়ে ধরা পড়ে যান বন্দনা।
পুলিশ বন্দনাকে গ্রেপ্তার করতেই বেরিয়ে পড়ে শিশু বলির কাহিনি। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বন্দনাসহ আরও দুই নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে।
গত ডিসেম্বর থেকে শুরু হয় শিশু বলির অভিযান। চলতি মার্চ মাস পর্যন্ত এই গ্রামেরই এক পরিবারের পাঁচটি শিশুকে অপহরণ করে বন্দনা তান্ত্রিকের উপদেশমতো বলি দেন। কিন্তু ষষ্ঠ শিশু ঋষিকেশ দলভিকে অপহরণ করতে গিয়ে ধরা পড়ে যান বন্দনা।
পুলিশ বন্দনাকে গ্রেপ্তার করতেই বেরিয়ে পড়ে শিশু বলির কাহিনি। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বন্দনাসহ আরও দুই নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে।
No comments