পোপের ওপর হামলাকারী ক্ষমা প্রত্যাশা করতে পারেন: ভ্যাটিকান
পোপ ষোড়শ বেনেডিক্ট আক্রমণের শিকার হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই শুক্রবার বড়দিনের বার্তায় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, হামলাকারী ২৫ বছর বয়সী নারী সুসানা মায়েলো অপ্রকৃতিস্থ এবং এ জন্য তিনি ক্ষমা প্রত্যাশা করতে পারেন।
সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে পোপের ওপর আকস্মিক ওই হামলার পরও তিনি অক্ষত ছিলেন।
ভ্যাটিকান বলছে, ওই নারী গত বছরও একই কায়দায় হামলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে বাধা দেয়।
লা রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, সুইস-ইতালীয় নাগরিক মায়েলো ডাক্তারকে বলেছেন, তিনি ঠিক আঘাত করতে চাননি।
সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে পোপের ওপর আকস্মিক ওই হামলার পরও তিনি অক্ষত ছিলেন।
ভ্যাটিকান বলছে, ওই নারী গত বছরও একই কায়দায় হামলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে বাধা দেয়।
লা রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, সুইস-ইতালীয় নাগরিক মায়েলো ডাক্তারকে বলেছেন, তিনি ঠিক আঘাত করতে চাননি।
No comments