চেরি ফুল ফোটার আগাম বার্তা আর নয়!
জাপানে চেরি ফুল ফোটা নিয়ে রীতিমতো উত্সব চলে। তখন সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও নানা আয়োজন করে। আর বহু প্রতীক্ষার সেই চেরি ফুল কবে, কখন ফুটবে, তার আগাম বার্তা জনসাধারণকে জানিয়ে দেয় দেশটির আবহাওয়া অফিস। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এভাবেই চলছিল। তবে অনেক সময় আবহাওয়া অফিসের সেই আগাম বার্তা অনুযায়ী চেরি ফুল ফোটে না। তাই এবার ক্ষমা চাওয়ার পাশাপাশি এ বিষয়ে আর কোনো আগাম বার্তা না দেওয়ার ঘোষণা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বিভাগের কর্মকর্তা ইউসোতশি সাকাই জানান, প্রতি বছর মার্চের শুরুতে চেরি ফুল ফোটার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়। তবে আগামী বছর থেকে সেটা আর দেওয়া হবে না।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বিভাগের কর্মকর্তা ইউসোতশি সাকাই জানান, প্রতি বছর মার্চের শুরুতে চেরি ফুল ফোটার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়। তবে আগামী বছর থেকে সেটা আর দেওয়া হবে না।
No comments