সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ দ্রুত শুরু হবে
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন প্রক্রিয়ার দাপ্তরিক কাজ চলছে এখন। এ কাজ শেষ হলে খুব দ্রুত এখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু করা হবে।
সিলেটের খাদিমনগর ও গোটাটিকর বিসিক এলাকা পরিদর্শনকালে গতকাল শনিবার তিনি কথাগুলো বলেন। এ উপলক্ষে খাদিমনগর বিসিকে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিসিকের আঞ্চলিক পরিচালক আবদুল বাছিত। সভায় বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, খাদিমনগর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর সিদ্দিকী, ব্যবসায়ী আবদুল মুকিত, বিসিকের ডিজিএম শফিউর রহমান, উপব্যবস্থাপক এ কে এম আবদুল হাই, জিয়াউল আলম চৌধুরী প্রমুখ।
দিলীপ বড়ুয়া বলেন, দেশের শিল্প খাতের উন্নয়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিল্পের জন্য সম্ভাবনাময় সিলেটের উন্নয়নকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, শিল্পক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সিলেটের খাদিমনগর ও গোটাটিকর বিসিক এলাকা পরিদর্শনকালে গতকাল শনিবার তিনি কথাগুলো বলেন। এ উপলক্ষে খাদিমনগর বিসিকে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিসিকের আঞ্চলিক পরিচালক আবদুল বাছিত। সভায় বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, খাদিমনগর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর সিদ্দিকী, ব্যবসায়ী আবদুল মুকিত, বিসিকের ডিজিএম শফিউর রহমান, উপব্যবস্থাপক এ কে এম আবদুল হাই, জিয়াউল আলম চৌধুরী প্রমুখ।
দিলীপ বড়ুয়া বলেন, দেশের শিল্প খাতের উন্নয়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিল্পের জন্য সম্ভাবনাময় সিলেটের উন্নয়নকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, শিল্পক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
No comments