গণমাধ্যমসংক্রান্ত আইনের বিরোধিতায় জেলায়ার সমর্থকেরা
হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার সমর্থকেরা অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের দমননীতি চালানোর চেষ্টা করলে তা চলমান সমঝোতা আলোচনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। ২৮ জুন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে হন্ডুরাসের সামরিক বাহিনী। এর পর থেকে সেখানে রাজনৈতিক সংকট চলছে।
গত শনিবার গণমাধ্যমসংক্রান্ত একটি নতুন আদেশ জারি করে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। ওই আদেশ অনুযায়ী, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বা জনগণের মধ্যে হিংসাত্মক মনোভাব ছড়ানোর অভিযোগে সরকার এখন দেশের যেকোনো গণমাধ্যম বন্ধ বা সেটির সম্প্রচারের অনুমতি বাতিল করতে পারবে। নতুন এই সরকারি আদেশের বিরোধিতা করছে জেলায়ার সমর্থকেরা।
গত শনিবার গণমাধ্যমসংক্রান্ত একটি নতুন আদেশ জারি করে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। ওই আদেশ অনুযায়ী, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বা জনগণের মধ্যে হিংসাত্মক মনোভাব ছড়ানোর অভিযোগে সরকার এখন দেশের যেকোনো গণমাধ্যম বন্ধ বা সেটির সম্প্রচারের অনুমতি বাতিল করতে পারবে। নতুন এই সরকারি আদেশের বিরোধিতা করছে জেলায়ার সমর্থকেরা।
No comments