মিউচুয়াল ফান্ডসংক্রান্ত মামলার শুনানি শুরু- বুধবার আবার হবে
দীর্ঘদিন স্থগিত থাকার পর মিউচুয়াল ফান্ডসংক্রান্ত মামলার শুনানি আবার শুরু হয়েছে। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে গত বৃহস্পতিবার মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
বাদীপক্ষের আইনজীবী এম জহির এবং বিবাদীপক্ষের আইনজীবী মাহমুদুল ইসলাম এতে অংশ নেন। তবে সময়স্বল্পতার কারণে একপক্ষের বক্তব্য শুনেই গতকালের শুনানি শেষ করতে হয়। তাই আদালত ২১ অক্টোবর বুধবার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত বছরের মাঝামাঝি আইন সংশোধনের মাধ্যমে মেয়াদি বা ‘ক্লোজ অ্যান্ড’ মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণা এবং রাইট ইস্যু নিষিদ্ধ করে।
এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনজন বিনিয়োগকারী ওই বছরের ৪ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞার কারণে পরপর দুই বছর মিউচুয়াল ফান্ডগুলো কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। এদিকে দুই বছর ধরে লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
বাদীপক্ষের আইনজীবী এম জহির এবং বিবাদীপক্ষের আইনজীবী মাহমুদুল ইসলাম এতে অংশ নেন। তবে সময়স্বল্পতার কারণে একপক্ষের বক্তব্য শুনেই গতকালের শুনানি শেষ করতে হয়। তাই আদালত ২১ অক্টোবর বুধবার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত বছরের মাঝামাঝি আইন সংশোধনের মাধ্যমে মেয়াদি বা ‘ক্লোজ অ্যান্ড’ মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণা এবং রাইট ইস্যু নিষিদ্ধ করে।
এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনজন বিনিয়োগকারী ওই বছরের ৪ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞার কারণে পরপর দুই বছর মিউচুয়াল ফান্ডগুলো কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। এদিকে দুই বছর ধরে লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
No comments