লোকজন আপনাকে ঘৃণা করে কেন?
মার্কিন প্রেসেডেন্ট বারাক ওবামাকে কেন লোকজন ঘৃণা করে—এ প্রশ্ন তাঁরই মুখের ওপর ছুড়ে দিয়েছে এক দুরন্ত বালক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার নিউ অরলিন্সের এক জনসভায়।
স্বাস্থ্যনীতির প্রশ্নে ওবামা ইদানীং ব্যাপক সমালোচিত হচ্ছেন। শান্তিতে নোবেল জয়ের পরও এর পক্ষে-বিপক্ষে নানা কথা উঠতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, নোবেল জয়ের মতো কোনো যোগ্যতাই অর্জন করেননি ওবামা। তিনি প্রশ্ন তুলেছেন, এই পুরস্কারের জন্য কী কাজ করেছেন তিনি?
এবার তাঁর দেশেরই একটি নয় বছরের বালকের প্রশ্নের মুখে পড়েছেন ওবামা। টাইরেন স্কট নামের ওই দামাল ছেলে ওবামাকে জিজ্ঞেস করে, ‘লোকজন আপনাকে ঘৃণা করে কেন? অথচ তারা আপনাকে ভালোবাসবে, এটাই তো ছিল স্বাভাবিক।’
এমন একটা প্রশ্নের মুখোমুখি হবেন, ওবামা নিজেও কল্পনা করতে পারেননি। তবে তিনিও দমবার পাত্র নন। উত্তরে বলেন, ‘দেখো, আমি এই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। তার মানে সবাই আমাকে ঘৃণা করে না। আমাকে অনেক মানুষ তখন ভোট দিয়েছে। তখন তুমি যদি টেলিভিশন দেখে থাকো, তাহলে তোমার হয়তো মনে আছে, আমাকে ঘিরে মানুষের মধ্যে কেমন উন্মাদনা সৃষ্টি হয়েছিল। এখন তুমি যা দেখছ, হতে পারে, এর নামই রাজনীতি।’
স্বাস্থ্যনীতির প্রশ্নে ওবামা ইদানীং ব্যাপক সমালোচিত হচ্ছেন। শান্তিতে নোবেল জয়ের পরও এর পক্ষে-বিপক্ষে নানা কথা উঠতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, নোবেল জয়ের মতো কোনো যোগ্যতাই অর্জন করেননি ওবামা। তিনি প্রশ্ন তুলেছেন, এই পুরস্কারের জন্য কী কাজ করেছেন তিনি?
এবার তাঁর দেশেরই একটি নয় বছরের বালকের প্রশ্নের মুখে পড়েছেন ওবামা। টাইরেন স্কট নামের ওই দামাল ছেলে ওবামাকে জিজ্ঞেস করে, ‘লোকজন আপনাকে ঘৃণা করে কেন? অথচ তারা আপনাকে ভালোবাসবে, এটাই তো ছিল স্বাভাবিক।’
এমন একটা প্রশ্নের মুখোমুখি হবেন, ওবামা নিজেও কল্পনা করতে পারেননি। তবে তিনিও দমবার পাত্র নন। উত্তরে বলেন, ‘দেখো, আমি এই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। তার মানে সবাই আমাকে ঘৃণা করে না। আমাকে অনেক মানুষ তখন ভোট দিয়েছে। তখন তুমি যদি টেলিভিশন দেখে থাকো, তাহলে তোমার হয়তো মনে আছে, আমাকে ঘিরে মানুষের মধ্যে কেমন উন্মাদনা সৃষ্টি হয়েছিল। এখন তুমি যা দেখছ, হতে পারে, এর নামই রাজনীতি।’
No comments