যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বিরল বিবৃতি
মেরিল্যান্ডের বাল্টিমোর ফেডারেল আদালতে সোমবার দাখিল করা হয় এসব ডকুমেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এক বিবৃতিতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেছেন, কমপক্ষে দুই শতাব্দী ধরে এটা প্রতিষ্ঠিত নিয়ম যে, বিচারিক সিদ্ধান্তে অমত থাকায় এর বিরুদ্ধে অভিশংসন উপযুক্ত জবাব না। এর জন্য স্বাভাবিক আপিলেট রিভিউ প্রক্রিয়া বিদ্যমান আছে। উল্লেখ্য, এল সালভাদরের গ্যাং দলের সদস্যদের প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ইউএস ডিস্ট্রিক্ট জজ জেমস বেয়েসবার্গ সেই নির্দেশকে সমস্যাবহুল এবং ক্ষোভের বলে অভিহিত করে তা আটকে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নেতৃত্বে আছেন বিচারপতি রবার্টস। তিনি রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেয়ার ঘটনা বিরল। গত বছর ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল দায়মুক্তির বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত দিয়েছিলেন রক্ষণশীল জুরিরা। কিন্তু ফেডারেল বিচারকদের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ যখন তীব্র হয়েছে তখনই প্রধান বিচারপতি ওই বিবৃতি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প পোস্ট দিয়ে বিচারক বোয়েসবার্গকে আক্রমণ করেছেন। বলেছেন, তাকে অভিশংসিত করা উচিত। তিনি কিছুই জয় করতে পারেননি। ভোটাররা যা চান আমি শুধু তাই করার চেষ্টা করছি।
উল্লেখ্য, অভিশংসন প্রক্রিয়ায় ফেডারেল কোনো বিচারককে সরাতে হলে দরকার হবে অভিশংসন বিষয়ক প্রস্তাবে প্রতিনিধি পরিষদের সদস্যদের আনুষ্ঠানিক ভোট। মার্কিন সিনেটের দুই-তৃতীয়াংশ যদি এই ভোটকে অভিযোগের পক্ষে আমলে নিয়ে ভোট দেন তাহলে তা অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত ১৫ জন বিচারককে অভিশংসনের জন্য বিবেচনায় নিয়েছে মার্কিন সিনেট। এর মধ্যে আছেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতিও। এর মধ্যে সিনেটের বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন আটজন। উল্লেখ্য, ভেনেজুয়েলার কমপক্ষে ২০০ গ্যাং সদস্যকে হোয়াইট হাউস এল সালভাদরের হাতে তুলে দেয়। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে স্থগিত করতে আদেশ দেন বিচারপতি বোয়েসবার্গ। বিচারককে আইনজীবীরা জানান যে, ওইসব মানুষকে নিয়ে বিমান উড্ডয়ন করেছে। তখন বিচারক মৌখিক নির্দেশ দেন, অবিলম্বে ফ্লাইটটিকে ফিরিয়ে আনতে। যদিও পরে লিখিত রায়ে এই নির্দেশনার কথা নেই। এমন অবস্থায় বিচারক বোয়েসবার্গ সোমবার বাড়তি একটি শুনানি আহ্বান করেন। তাতে ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের কাছে জানতে চাওয়া হবে কেন যুক্তরাষ্ট্র ওই ফ্লাইটগুলোকে ফিরিয়ে নেয়নি। ওদিকে সরকারের আইনজীবীরা জানান, প্রত্যাবর্তন প্রক্রিয়া মুলতবি করা হয়েছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসন কোর্টের কাছে এই ঘটনার শুনানি থেকে বিচারক বোয়েসবার্গকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগে তার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল মামলা দেখাশোনা করছিলেন যেসব বিচারক, তাদেরকে অতীতে টার্গেট করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি অনেক বিচারকের সমালোচনা করেছেন। বিশেষ করে ওইসব বিচারক, যারা তার প্রশাসনিক পলিসি আটকে দিয়েছেন এবং ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের, যেমন ইলন মাস্কের বিরুদ্ধে অভিশংসনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। আবার যেসব বিচারক তার পক্ষে কাজ করছেন বলে মনে হচ্ছে তিনি তাদের প্রশংসা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জজ আইলিন ক্যানন। তার প্রশংসা করেছেন ট্রাম্প।
No comments