ভেঙে যাচ্ছে হংকংয়ের প্রধান বিরোধী দল
মূলত এরপর থেকেই টিকে থাকতে লড়াই করছে দলটি। তবে বেইজিং এবং হংকং সরকারের যুক্তি হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিক্ষোভকারী দলগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার প্রয়োজন ছিল। কঠোর ব্যবস্থার অংশ হিসেবে হংকংয়ের ভোটদান ব্যবস্থায় পরিবর্তন এনেছে বেইজিং। সেখানে আগে বৃটিশ উপনেশবাদী ভোট ব্যবস্থা চালু ছিল। ২০২১ সালে হংকংয়ে তথাকথিত ‘দেশপ্রেম আইন’ বাস্তবায়ন করা হয়। মূলত এর মাধ্যমে বেইজিংয়ের কমিউনিস্ট শাসনের প্রতি অনুগত করতে বাধ্য করা হয় হংকংয়ের জনগণকে। এরপর থেকে হংকং আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। ওই আইনের পর সেখানের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়।
মঙ্গলবার সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেছে দলটির নেতারা। এরপর লো কিন হেই এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে দলের নেতারা পদত্যাগের কথা জানিয়েছেন। হংকংয়ে গণতান্ত্রিক উত্তরণ সবসময়ই বেশ কঠিন বলেও মন্তব্য করেছেন ওই নেতা। বিশেষ করে শেষ কয়েক বছর সেখানের গণতান্ত্রিক চর্চা বেশ ভেঙে পড়েছে। তবে রাজনৈতিক কোনো চাপের ফলে তারা দল ভাঙার সিদ্ধান্ত নিচ্ছেন কিনা- এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
No comments