রাঙ্গামাটিতে বিজু উৎসব by আলমগীর মানিক
গঙ্গা
দেবীর উদ্দেশ্যে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল
থেকে পাহাড়ে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের
বৈসুক উৎসব। ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন
খীসা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করেন। এ সময় পাহাড়ি
চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সমপ্রদায়ের নারী-পুরুষ এ সময় কাপ্তাই হ্রদের
পাড়ে ফুল ভাসান। অনুষ্ঠানে উৎসব কমিটির সদস্য বিজয় কেতন চাকমা, ইন্দ্র দত্ত
তালুকদার সহ চাকমা সমপ্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। এদিকে ত্রিপুরা সমপ্রদায়ের লোকজন শহরের গর্জনতলী এলাকায় গঙ্গা দেবীর
উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসুক উৎসবের সূচনা করেন। এ সময় সাবেক
পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন। ঐতিহ্য অনুযায়ী
গতকাল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সর্বজনিন উৎসব শুরু হয়।
আগামীকাল ১৩ই এপ্রিল উদযাপিত হচ্ছে মূল বিজু। আগামী ১৪ই এপ্রিল অর্থাৎ
পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব।
No comments