ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের প্রতিরক্ষা শক্তির প্রধান উপাদান: আইআরজিসি
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি |
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল
হোসেইন সালামি বলেছেন, ইরানের প্রতিরক্ষার প্রধান উপাদান হচ্ছে
ক্ষেপণাস্ত্র। ইরান কখনোই তা হাতছাড়া করবে না। আজ (সোমবার) তেহরানে পারস্য
উপসাগর বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সালামি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তৎপরতা চালাচ্ছে। আইনের বাইরে কখনোই কিছু করে নি তেহরান।
আইআরজিসির উপ-প্রধান বলেন, আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই কোনো দেশকে হুমকি দেয় নি এবং ইরান সব সময় অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পোষণ করে।
তিনি বলেন, ইরান মজলুমদের পক্ষে। এ কারণে ইয়েমেনে মজলুম মানুষের ওপর সৌদি আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এছাড়া সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।
সালামি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তৎপরতা চালাচ্ছে। আইনের বাইরে কখনোই কিছু করে নি তেহরান।
আইআরজিসির উপ-প্রধান বলেন, আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই কোনো দেশকে হুমকি দেয় নি এবং ইরান সব সময় অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পোষণ করে।
তিনি বলেন, ইরান মজলুমদের পক্ষে। এ কারণে ইয়েমেনে মজলুম মানুষের ওপর সৌদি আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এছাড়া সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।
No comments