অনৈক্যের কারণে মুসলমানরা পৃথিবী জুড়ে মার খাচ্ছে
মুসলমানদের
অনৈক্যের কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান
বলেছেন, মুসলমানদের অনৈক্যের কারণে পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের ধনুহাজী ঈদগাহ মাঠে ধনুহাজী বাড়ি ও
কালুহাজী বাড়ি যুব সমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি
এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার
সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা
আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(সার্বিক) আব্দুস সাত্তার, নাসিক ৪নং কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক
ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, স্বেচ্ছাসেবক
লীগ নেতা আমিনুল হক রাজু, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও
সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু।
নারায়ণগঞ্জবাসীকে আল্লাহর গজব থেকে বাঁচাতে নারায়ণগঞ্জের ৪০ বছরের পুরো
টানবাজারের পতিতাপল্লী উচ্ছেদ করেছিলাম। কেননা যে এলাকায় জেনা বা
ব্যভিচারবৃত্তি হয়, টাকার বিনিময়ে মা-বোনের ইজ্জত বিক্রি হয়,
সে এলাকায়
আল্লাহর গজব নাজিল হয়। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে
উল্লেখ করে তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সবার জন্য
আপনারা আল্লাহ তায়ালার কাছে দোয়া করবেন। কালুহাজী বাড়ি জামে মসজিদের খতিব
মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন
হাফেজ মাওলানা যোবায়ের হোসেন সাদী, হাফেজ মাওলানা হুজাইফা সিদ্দিক, হাজী
আবুল কাশেম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেন (জুয়েল), মারফত
আলী, আয়নাল হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন,
রুহুল আমিন, হাজী জালাল উদ্দিন ও মতিউর রহমান (মতু) প্রমুখ। নিজেকে কাজপাগল
মানুষ উল্লেখ করে শামীম ওসমান আরও বলেন, আমি বেশি বেশি কাজ করে মানুষকে
খুশি করতে চাই। মানুষকে খুশি করতে পারলেই আল্লাহ তায়ালা খুশি হন। যুব
সমাজকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বাবা-মায়ের দোয়া থাকলে পৃথিবীর কোনো
শক্তি নেই তোমাকে ঠেকিয়ে রাখতে পারে।
No comments