রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে মমতাজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় মহিব উল্লাহ নামের আরো একজন আহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গা পার্শ্ববর্তী ক্যাম্পের মমতাজ আহমদ নামক এক রোহিঙ্গাতে ছুরিকাঘাত করে। এসময় ক্যাম্পে থাকা অন্যান্য রোহিঙ্গারা দ্রুত মমতাজকে স্থানীয় চিকিৎসা সেন্টারে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এসময় আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।


আটক আরিফ উল্লাহ বরাত দিয়ে ওসি আরো বলেন, ‘মিয়ানমারের রাখাইনে গেলো দুই বছর আগে আরিফ উল্লাহ ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খোজতে থাকে। এক পর্যায়ে দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাহত করে।

ওসি আবুল খায়ের বলেন, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোন না কোন ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেয়া রোহিঙ্গা। এ কারণে এসব রোহিঙ্গাদের সামাল দিতে পুলিশতে হিমসিম খেতে হচ্ছে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে মমতাজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় মহিব উল্লাহ নামের আরো একজন আহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গা পার্শ্ববর্তী ক্যাম্পের মমতাজ আহমদ নামক এক রোহিঙ্গাতে ছুরিকাঘাত করে। এসময় ক্যাম্পে থাকা অন্যান্য রোহিঙ্গারা দ্রুত মমতাজকে স্থানীয় চিকিৎসা সেন্টারে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এসময় আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।


আটক আরিফ উল্লাহ বরাত দিয়ে ওসি আরো বলেন, ‘মিয়ানমারের রাখাইনে গেলো দুই বছর আগে আরিফ উল্লাহ ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খোজতে থাকে। এক পর্যায়ে দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাহত করে।

ওসি আবুল খায়ের বলেন, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোন না কোন ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেয়া রোহিঙ্গা। এ কারণে এসব রোহিঙ্গাদের সামাল দিতে পুলিশতে হিমসিম খেতে হচ্ছে।

No comments

Powered by Blogger.