পৃথিবীর সবচেয়ে নিরাপদ সুইটে ভারতের প্রধানমন্ত্রী মোদি
চলমান সফরে ইসরাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে সুইটে রাখা হয়েছে, সেটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সুইট। হ্যাঁ, কিং ডেভিড হোটেলের ডিরেক্টর শেলডন রিৎজ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বোমা, রাসায়নিক-সহ যে কোনো হামলা বা বিস্ফোরণ থেকে নিরাপদ ভারতের প্রধানমন্ত্রীর সুইট।’ এই গ্রহে ওই সুইটের চেয়ে নিরাপদ জায়গা আর নেই। রিৎজের কথায়, ‘যদি গোটা হোটেলেও বোমা বিস্ফোরণ হয়, তাহলে প্রধানমন্ত্রীর সুইট স্বয়ংক্রিয়ভাবে একটি পডের মধ্যে ঢুকে পড়বে। এবং তা অক্ষত থাকবে।’ জেরুসালেমের ওই বিলাসবহুল হোটেলটি মোদির জন্য পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে।
১১০টি ঘরের ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের জন্য। রিৎজ বলছেন, ‘আমরা এই শতাব্দীর সব মার্কিন রাষ্ট্রপতির আপ্যায়ন করেছি। ক্লিনটন, বুশ, ওবামা ও সপ্তাহ তিনেক আগে ট্রাম্প। এবার আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপ্যায়ন করছি।’ মোদি যেহেতু শাকাহারি, তাই তার সুইটে যেসব কুকিজ পাঠানো হচ্ছে, তা ডিম ও সুগারলেস। এমনকী সেই ফুলই রাখা হচ্ছে ঘরে, যা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ব্যক্তিগত পছন্দের। প্রধানমন্ত্রীর জন্য হোটেলে আলাদা রান্নাঘরের বরাদ্দ করা হয়েছে, যাতে হঠাৎ প্রধানমন্ত্রীর কিছু খেতে ইচ্ছে করলেই যখন তখন তা তৈরি করে দেওয়া যায়।
No comments