পাঁচ সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদার আবেদন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানির কথা রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া জানান, গত ৮ জুন পাঁচ সাক্ষীর জেরা করার অনুমতি চেয়ে করা একটি আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। এই আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের পক্ষে হাইকোর্টে আজ রিভিশন আবেদন করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচার কাজ চলছে। মামলায় দুদকের পক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আপিল বিভাগের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন হয়েছে।
No comments