ধর্ষণের প্রতিশোধ
শিশু
ধর্ষণের শাস্তি দিতে আইন নিজেদের হাতে তুলে নিলেন নারীরা। তারা ধর্ষককে
হাতেনাতে ধরে দু’হাত পিঠের পিছনে নিয়ে বাঁধলেন। এরপর সেই হাতের সঙ্গে লম্বা
রশি লাগিয়ে তা টেনে ধরলেন এক নারী। টানতে টানতে নিয়ে গেলেন এক ফাঁকা
স্থানে। সেখানে অন্য নারীরা ওই ধর্ষককে লম্বা লাঠি দিয়ে প্রহার করতে
থাকলেন। এমন শাস্তি উপস্থিত অনেক নারী,পুরুষ, শিশু উপভোগ করতে থাকে। এমন
একটি ভিডিও প্রকাশ করা হয়েলে লাইভ লিক সাইটে। এ খবর দিয়ে ওই ভিডিওটি প্রকাশ
করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, দৃশ্যত ভিডিওটি ধারণ করা
হয়েছে ভারতের কোনো স্থান থেকে। এই ভিডিওটি এরই মধ্যে ২৩ হাজারের বেশি বার
দেখা হয়েছে। উল্লেখ্য, যৌন অপরাধ ভারতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
প্রতি বছর সেখানে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটে। শুধু ২০১৫ সালে সেখানে
ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৪ হাজার। কিন্তু এর বাইরে রয়ে গেছে অনেক ঘটনা। অনেক
নির্যাতিত নারী মানসম্মানের ভয়ে পুলিশের দ্বারস্থ হন না। তাদের খবর রয়ে যায়
পর্দার আড়ালে। ২০১৪ সালে সেখানে ১৪ হাজার শিশু ধর্ষিত হয়েছে। ভারতের
আধুনিক ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ধর্ষণের ঘটনা ঘটে ২০১২ সালের ডিসেম্বরে
রাজধানী নয়াদিল্লিতে। সেখানে একটি চলন্ত বাসের ভিতর জ্যোতি সিং নামে এক
মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে ৬ নরপিশাচ। এর ফলে হাসপাতালে মারা যান
জ্যোতি।
No comments