জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার চরাঞ্চলে অভিযান
জঙ্গি আস্থানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে কাউন্টার টেরোরিজম জেলা ইউনিট, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে সদর উপজেলার মোল্লারচরে এই অভিযান শুরু করে। এরপর সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলগুলোতে জঙ্গিবিরোধী অভিযান চলবে বলে যুগান্তরকে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলে এ জঙ্গিবিরোধী অভিযান চালছে। এখনও কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি। এর আগেও গত বছরেও গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। সে সময় জেলার চরাঞ্চল থেকে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
No comments