খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছাল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে পরবর্তী তারিখ ২৩ মে নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে আজ সোমবার সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা শুনানির এই নতুন তারিখ ধার্য করেন। আজ এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। শুনানির ধার্য দিনে আদালতে সময় চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে বলেন, আদালত বদল চেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। কিন্তু আদালত বদলসংক্রান্ত আদেশের অনুলিপি এখনো পাওয়া যায়নি। তাই সময় প্রয়োজন।
No comments