পরীক্ষার ফল খারাপ হওয়ায় ১২ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পরীক্ষায় খারাপ ফলাফল আসায় শুক্রবার পর্যন্ত কমপক্ষে ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা রোববার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। খবর বাসস'র। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মধ্যপ্রদেশ শিক্ষা বোর্ড পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফল খারাপ করার পর শিক্ষার্থীরা বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে। এদের মধ্যে মধ্যপ্রদেশের সাতনা জেলায় ভাই-বোনসহ তিন শিক্ষার্থী আত্মহত্যা করে। এছাড়া ছত্তরপুর, গুনা, ইন্দোর, বালঘাট, গোয়ালিওর, তিকমগড়, ভিন্দ, জাবালপুর ও ভূপাল জেলায় অন্যরা আত্মহত্যা করে। ওই কর্মকর্তা আরও বলেন, 'কেউ কেউ তাদের বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে, বিষাক্ত পদার্থ পান করে এবং অন্যরা ইনজেকশনের মাধ্যমে আত্মহত্যা করে।'
No comments