রামমন্দির নিয়ে গেরুয়া শিবিরে বিভক্তি
ভারতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বলছে, রামমন্দির হবেই। দেশবাসীকে সারপ্রাইজ দেবেন মোদী। আর এনিয়ে আদালতের কোর্টে বল ঠেলেছে বিজেপি। নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে রামমন্দির ইস্যু। বিভিন্ন মিছিল থেকে দাবি উঠছে অযোধ্যার বাবরি মসজিদের জমিতে রামমন্দির তৈরির। শুরু হয়েছে উল্লাস, উদ্বেগ, আশঙ্কা, নিন্দা, সমালোচনা, বিতর্ক।
কিন্তু, রামমন্দির তৈরির বিষয়টি এখন শীর্ষ আদালতের বিচারাধীন। তাই এনিয়ে মেপেজুপে পা ফেলতে চায় বিজেপি। স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন। বিজেপি মন্ত্রীর উল্টো সুর ভিএইচপির। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় সংগঠনের ধর্মসভায় যোগ দিতে এসেছিলেন আন্তর্জাতিক যুগ্ম সম্পাদক সুরিন্দর জৈন। তিনি বলছেন, রামমন্দির হবেই। সারপ্রাইজ দেবেন মোদী। কিন্তু ২০১৯-র আগে রামমন্দির হবে কি? উত্তর দেবে সময়। সময়ই বলবে কাকে ভরসা করবেন মোদী। নিজের দল নাকি বিশ্ব হিন্দু পরিষদ? সূত্র: জি নিউজ
No comments