পাকিস্তানকে পরিণাম ভেবে দেখতে বলল ভারত
পাকিস্তানে ভারতীয় গুপ্তচর সন্দেহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবকে রক্ষায় ভারত সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে সুষমা বলেন, কুলভূষণকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাজানো মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের রায়কে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশটিকে এর ফলাফল বিবেচনা করার বিষয়েও হুশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতীয় গুপ্তচরকে মৃত্যুদণ্ডের রায় দেয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের পত্রিকা দ্য ন্যাশন। খবর এনডিটিভির। গত বছর ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে পাকিস্তান। সোমবার ‘পাকিস্তানবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির সামরিক আদালত। কুলভূষণকে গ্রেফতারের পরপরই একটি ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ,
যেখানে তিনি গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে দেখা যায়। তবে ওই ভিডিও নিয়ে বরাবরই সন্দেহ রয়েছে ভারতের। অবশ্য পাকিস্তানের অভিযোগ, ভারত সরকারের অনুমতি নিয়েই পাকিস্তানে বসবাস করছিলেন কুলভূষণ। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন তিনি। ভারতের দাবি, দেশটির নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন কুলভূষণ। অবসর নেয়ার পর তিনি ব্যবসা শুরু করেন এবং ব্যবসার সূত্রেই পাকিস্তানসহ বিভিন্ন দেশে যাতায়াত ছিল তার। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়ায় আইন ও বিচার বিভাগের মৌলিক নীতি লঙ্ঘন হয়েছে বলে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
No comments