১৬ এপ্রিল নবীপুর ইউপি নির্বাচন হচ্ছে না
আগামী ১৬ এপ্রিল নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের পূর্ন ভোট গ্রহন হচ্ছেনা। ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকায় তৈয়ার করে ভোট গ্রহণের জন্য প্রধান নিবাচর্ন কমিশনকে নির্দেশ দিয়েছে রুল জারি করেছে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে হাইকোট। জানাগেছে, সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নলদিয়া ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী প্রাণ গোপাল সাহা তার ওয়ার্ডে ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করে ভোট গ্রহণের জন্য হাইকোটে একটি রিটপিটিশন নং ৪৭৫৭/১৭ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোটের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ চন্দ্র দাসের সম্বনয়ে গঠিত যৌথ বেঞ্চ ২৪ এপ্রিল পর্যন্ত ভোট গ্রহন স্থগিত করে গত ৯ এপ্রিল ওই রায় দেন। মামলাটি পরিচালনা করেন এ্যাডভোটে কামাল হোসেন। গতকাল ১২এপ্রিল সকালে সেনবাগ উপজেলা ও নোয়াখালী জেলা নির্বাচন অফিসে এই সংক্রান্ত কাগজপত্র এসে পৌছায়। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা নির্বাচন অফিসার শহিদুল আলম তানভির ও নোয়াখালী জেলা নির্বাচন অফিসার সুদাংসু কুমার সাহা এই সংক্রান্ত কাগজপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, যেহেতু মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনকে। তাই কমিশন থেকে যে সিন্ধান্ত তাদের দেওয়া হবে সেই আলোকেই তারা ব্যবস্থা নেবেন। তবে, আপতদৃষ্টিতে বুঝা যাচ্ছে আগামী ১৬ এপ্রিল নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন হচ্ছেনা।
উল্লেখ্য: এরআগে ২০১৬ সালের ২৮ মে ও ৩১ অক্টোবর দুই দফায় সেনবাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্রে গোলযোগের কারণে নির্বাচন স্থগিত করেন।
No comments