কাল আদালতে যাবেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সব সময় শ্রদ্ধাশীল।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আদালতে যাবেন। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অরফানেজ ট্রাস্ট মামলাটির বিচারকাজ চলছে। আর ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি বিচারাধীন। মামলা দুইটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। গত ৬ এপ্রিল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিশয়ে শুনানি পিছিয়ে আগামী ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। এছাড়া গত ৩০ মার্চও খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনে আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে ৬ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছিলেন আদালত।
No comments