খালেদার সংবাদ সম্মেলন বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জাতির সামনে তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ লক্ষ্যে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। গুলশান কার্যালয়ে বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন হবে। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। এছাড়া যুগান্তরকে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর এবং এ বিষয়ে মঙ্গলবার দেয়া বক্তব্যসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশ কিছুই পায়নি বলে নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
সফরে প্রতিরক্ষা বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তা নিয়ে বিএনপি বেশ সোচ্চার। দলটি বলছে, এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। এছাড়া বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি না হওয়ায় প্রধানমন্ত্রীর সফর ব্যর্থ হয়েছে বলে দাবি বিএনপির। স্থায়ী কমিটির ওই বৈঠকে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা কেন দেশের স্বার্থবিরোধী তা জাতির সামনে জানানোর সিদ্ধান্ত হয় এবং এ লক্ষ্যে চেয়ারপারসনকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দেন নেতারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক তথ্য সংগ্রহে দলের সিনিয়র কয়েক নেতাকে দায়িত্ব দেন খালেদা জিয়া। ওই নেতারা মঙ্গলবার সারা দিন এ কাজে ব্যস্ত সময় পার করেন। এ বিষয়ে কয়েকজন বুদ্ধিজীবীর পরামর্শও নেয়া হয়। বিকালে প্রধানমন্ত্রীর বক্তব্যও গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারা। রাতে দলের চেয়ারপারসনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠক করেন। সেখানেই চেয়ারপারসনের সংবাদ সম্মেলন করার বিষয়টি চূড়ান্ত হয়।
বুধবার রাতে জোটের বৈঠক
এদিকে, ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় তার গুলশানের কার্যালয়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জোটের করণীয় চূড়ান্ত করতেই মূলত এ বৈঠক ডাকা হয়েছে।
বুধবার রাতে জোটের বৈঠক
এদিকে, ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় তার গুলশানের কার্যালয়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জোটের করণীয় চূড়ান্ত করতেই মূলত এ বৈঠক ডাকা হয়েছে।
No comments