জোবায়দাকে আত্মসমর্পনের নির্দেশ হাইকোর্টের
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ইতিপূর্বে বিচার বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ রায় দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ রায়ের ফলে নিম্ন আদালতে জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনে দুদকের করা মামলা চলতে আর বাধা রইলো না।
আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং সম্পদের যাবতীয় তথ্য গোপন করার জন্য তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানসহ তারেকের শাশুড়ি ইকবাল এম আর বানুর বিরুদ্ধে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা দায়ের করে দুদক। পরে মামলাটি বাতিল চেয়ে ডা. জোবায়দা রহমান হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ১০ জানুয়ারি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন এ দুই বিচারপতি। আজ ওই রিটটি বাতিল করে রায় দেয়া হলো।
No comments