আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা
দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খোকন এ তথ্য জানান। বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে চলমান মামলা দুটি হচ্ছে- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা।
মামলা দুটির কার্যক্রম যথাক্রমে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩ ও সিনিয়র স্পেশাল জজ মো.কামরুল হোসেন মোল্লার আদালতে চলছে। ইতিপূর্বে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে অনেকবার তার আত্মপক্ষ সমর্থনের তারিখ পেছানো হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুদক।
No comments