আইপিএলে সবচেয়ে বড় জয় দিল্লির
২০১০-এর মার্চে দিল্লি ডেয়ারডেভিলস ৬৭ রানে জিতেছিল। কাল তার চেয়েও বড় জয় পেল তারা। রাইজিং পুনে সুপারজায়ান্টকে ৯৭ রানে হারিয়েছে দিল্লি। পুনের মাঠে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ (২০৫/৪) দাঁড় করায় দিল্লি। জবাবে স্বাগতিকরা ১০৮ রানে অলআউট হয়ে যায়।
কামিন্স (২/২৪), জহির খান (৩/২০) ও অমিত মিশ্রর (৩/১১) বোলিং নৈপুণ্যে বাজিমাত করে দিল্লি। আইপিএলের ইতিহাসে এটাই তাদের সবচেয়ে বড় জয়। এরআগে সাঞ্জু স্যামসনের শতকে (৬৩ বলে ১০২) দিল্লি ডেয়ারডেভিলস চার উইকেটে ২০৫ রান করে। তবে জহির খানের দলকে ২০০ পার করায় ইনিংসের লেজে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের মাত্র নয় বলে অপরাজিত ৩৮ রান। ক্রিকইনফো।
No comments