হাতিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
হাতিয়ার
চরচেঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চরচেঙ্গা বাজার কমিটির সেক্রেটারী
হাজী রুহুল আমিন কোম্পানী (৬৫) কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে
দুর্বৃৃত্তরা। শনিবার দিবাগত রাত ৮ টায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন
রাস্তায় ঘটনাটি ঘটেছে। আহত রুহুল আমিন কোম্পানীর ছেলে নূরনবী বলেন, স্থানীয়
চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকা
সন্ত্রাসী সদু, নিজাম, বাতেন, খলিল, হাবিব, আমিরসহ এলাকার চিহ্নিত
সন্ত্রাসীরা সমস্ত শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মুমুর্ষূ অবস্থায় রাস্তা
ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, ইতিমধ্যে পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামীদেরকে
গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নুর ইসলাম মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাটির সংগে আমার
লোকজন জড়িত নয়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্ধী
চেয়ারম্যান প্রার্থী যোবায়ের এর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
No comments