মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুতি চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সব
আনুষ্ঠানিকতা শেষ হলেই হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল
হান্নানসহ তিন জনের ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন হান্নানসহ দণ্ডপ্রাপ্ত তিনজনের
প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন। তাই এখন তাদের ফাঁসি
কার্যকরে কারাগারে প্রস্তুতি চলছে। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ার পর ফাঁসি কার্যকরে একটি নির্দিষ্ট
সময়সীমা আছে।
‘জেলকোড অনুসারে ২১ দিনের কমে নয় এবং ২৮ দিনের ঊর্ধ্বে নয়- এ
সময়সীমার মধ্যে কার্যাদেশ পালন করতে হবে। আমরা সেজন্যই অপেক্ষা করছি।
আমাদের সব প্রস্তুতি রয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা রায় কার্যকর করবো’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব কিছু সময় মতো হবে। আমরা কোনো নিয়মের ব্যত্যয়
ঘটাবো না। আপনারা জানেন, ২১ দিন হতে হলে কতো সময় লাগবে। আমরা প্রহর গুণছি।
শেষ হলেই আপনারা দেখবেন’।
No comments