পোলান্ডে ভবন ধসে শিশুসহ নিহত ৬
পোলান্ডের
পশ্চিমাঞ্চলে শনিবার একটি দোতলা ভবন ধসে দুই শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন।
গ্যাস বিস্ফোরণেই সম্ভবত ভবনটি ধসে পড়ে। দেশটির কর্মকর্তারা একথা
জানিয়েছে।
ধ্বংসস্তুপের ভেতর থেকে আহত অপর চারজনকে উদ্ধার করে হাসপাতালে
পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ ব্লাসজাক সাংবাদিকদের বলেন, ‘এই
ঘটনায় ধ্বংস্তুপের ভেতর আর কারো আটকা পড়ার সম্ভাবনা খুবই কম।’
No comments