যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় যুবক খুন
বেশ
কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে একের পর এক ভারতীয় নাগরিক হামলা ও হত্যার
শিকার হচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হল ২৬ বছর বয়সী যুবক বিক্রম
জারওয়ালের নাম। বৃহস্পতিবার ওয়াশিংটনে খুন হন তিনি। ভারতীয়
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিক্রম হত্যার বিষয়ে তদন্তের কথা জানিয়ে
টুইট করেছেন। এনডিটিভি জানায়, পাঞ্জাবের হশিয়ারপুরের বাসিন্দা বিক্রম মাত্র
২৫ দিন আগে যুক্তরাষ্ট্রে যান।
ওয়াশিংটনের একটি গ্যাস স্টেশনের দোকানে কাজ
নেন। দোকানের ক্যাশ কাউন্টারের পাশেই তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে
নেয়া হলে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র মাইক বাস্তিনেলি
বলেন, ‘বিক্রমের দোকানে কালো রঙের হুডি পরিহিত দু’জন ব্যক্তি ডাকাতির
চেষ্টা করে। এ সময় বিক্রম বাধা দেয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। আহত
অবস্থায় তিনি নিজেই পুলিশকে এ তথ্য দিয়েছেন।’
No comments