মহাখালীতে আগুনে পুড়লো পরিবার পরিকল্পনা গুদাম
রাজধানীর
মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয়
গুদাম আগুনে পুড়েছে। টিনশেডের ওই পণ্যাগারে গতকাল শনিবার রাত সাড়ে ১২টার
দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা সারারাত চেষ্টা চালিয়ে আজ রোববার
বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান,
২৬০ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থের ওই টিনশেড গুদামে পরিবার পরিকল্পনা
অধিদপ্তরের বিভিন্ন মালামাল মজুদ রাখা হত। তবে সেখানে কী পরিমাণ সামগ্রী
ছিল তা তারা জানাতে পারেননি। সেখানে কীভাবে আগুন লাগল তাও স্পষ্ট নয়।
No comments