নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়েছে দুর্বৃত্তরা
নড়াইল
সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোল্যাকে
(৭০) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল
পৌরসভার গারুচোরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেমকে নড়াইল সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাশেম মোল্যা জানান, নড়াইল শহর থেকে
গ্রামের বাড়ি সরসপুর যাওয়ার পথে গারুচোরা বাজার এলাকায় পৌঁছালে তার
মোটরসাইকেলের গতিরোধ করে তিন দুর্বৃত্ত। পরে তাকে বেধড়ক মারপিট করে তারা।
কাশেম মোল্যার জামাতা শাহাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন
পান্না বলেন, সম্প্রতি এলাকায় খেলাধূলাকে কেন্দ্র করে সংঘটিত একটি
মারামারির ঘটনা মিমাংসা করতে গিয়ে আমার শ্বশুরকে মারধর করেছে চিহিৃত
দুর্বৃত্তরা। সদর হাসপাতালের চিকিৎসক মনজুরুল মোর্শেদ মুন জানান, আবুল
কাশেমের দুই হাটুতে আঘাত করা হয়েছে। এক্সরে রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা
নেয়া হবে। সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা এ হামলার সঙ্গে
জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments