স্বামীর মৃত্যু সংবাদ পড়লেন উপস্থাপিকা
ভারতের
ছত্তিসগড়ের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকাকে ‘ব্রেকিং
নিউজে’ সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীর মৃত্যুর খবরই পড়তে হয়েছে।
আইবিসি-টোয়েন্টি চ্যানেলের সংবাদ পাঠিকা সুপ্রীত কর নিজের আবেগ নিয়ন্ত্রণ
করে শনিবার কঠিন এ কাজটি করেন। খবর এনডিটিভির। ঘটনার দিন সকালে খবর পড়ছিলেন
সুপ্রীত কর। ওই সময় চ্যানেলটির একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা
এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান। দুর্ঘটনায় পড়া রেনোয়া
ডাস্টার গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। যদিও ওই
সময় রিপোর্টার হতাহতদের পরিচয় জানাতে পারেননি।
কিন্তু সুপ্রীতের জন্য
এটুকুই যথেষ্ট ছিল। কারণ তার স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে চার
সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা। দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে বুঝতে
পেরেও সুপ্রীত তার দায়িত্ব ছেডে চলে যাননি। দায়িত্ব পালন করে নিউজরুম
ছাড়েন। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়-স্বজনদের খবর দেন। এ ঘটনায়
চ্যানেলটির অন্যান্য সহকর্মীরা হতবাক হন। সুপ্রীতের এক সহকর্মী বলেন,
'সত্যিই ও একজন সাহসী মহিলা। একজন অ্যাঙ্কর হিসাবে আমরা গর্বিত। স্বামীর
মৃত্যুর খবর শোনার পরেও যেভাবে ওই সময় নিজের দায়িত্বটা পালন করল, আমরা সবাই
হতবাক।' গত ৯ বছর ধরে ছত্তিসগড়ের ওই সংবাদমাধ্যমে কাজ করছেন সুপ্রীত। তার
বাড়ি ভিলাইয়ে। কর্মসূত্রে রাইপুরে থাকতেন। গত বছর বিয়ে হয়েছিল হর্ষদ
কাওয়াড়ের সঙ্গে।
No comments