ভারতে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা
ভারতের
ঝাড়খন্ডের গুমলা জেলায় এক হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকার
অভিযোগে ১৯ বছর বয়সী এক মুসলিম তরুণকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা করেছে
চরমপন্থী হিন্দুরা। পুলিশ বলেছে, এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় পুলিশ সুপার চন্দন কুমার ঝা বলেন, ‘মোহাম্মদ সালিককে হত্যায় জড়িত
সন্দেহে আমরা তিন ব্যক্তিকে আটক করেছি। হিন্দু সম্প্রদায়ের এক বান্ধবীর
সাথে ওই তরুণকে দেখা যায় বুধবার। এরপর পিটিয়ে হত্যা করা হয় তাকে।’ তিনি
বলেন, ওই ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। তবে তিনি দাবি করেন এটি কোনো
সাম্প্রদায়িক ঘটনা নয়। চন্দন কুমার জানান, পুলিশের জেরার মুখে সালিকের
বান্ধবীর দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তিনজনকে। মেয়েটির পরিবার এ
সম্পর্কের বিরুদ্ধে ছিল। ছেলেটিকে সতর্কও করা হয়েছিল।
তিনি বলেন, সালিক ওই
সতর্কতা শোনেনি। বুধবার রাতে মেয়েটির বাসার কাছে স্কুটার থেকে তাকে নামিয়ে
দেয় সে। ১৫ বছর বয়সী মেয়ে ও সালিককে দেখে স্থানীয়রা মেয়েটির সামনেই তাকে
একটি খুঁটিতে বাঁধে। আর পেটাতে থাকে। একপর্যায়ে সালিকের মৃত্যু হয়। সালিক
বাসায় না ফিরলে তার পরিবার খোঁজখবর নেয়া শুরু করে। পরে সালিককে গুরুতর আহত
অবস্থায় উদ্ধার করে তার পরিবার। দ্রুত হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে
মৃত ঘোষণা করেন। মেয়েটির পরিবারের সদস্যরা এর পেছনে জড়িত কি না পুলিশ তা
তদন্ত করছে। সূত্র : এনডিটিভি
No comments