২৪ ঘণ্টা পরই বিধ্বস্ত ঘাঁটি থেকে উড়ল সিরিয়ার বিমান
মার্কিন
হামলার ২৪ ঘণ্টা পরই বিধ্বস্ত সিরিয়ার আল শায়রাত বিমান ঘাঁটি থেকে আকাশে
উড়েছে দেশটির সামরিক বিমান। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়,
টমাহোক ক্ষেপণাস্ত্র হামলার পর শায়রাত থেকে সিরিয়ার সামরিক বিমানগুলো উড়ে
বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হোমস এলাকায় হামলা চালিয়েছে।
সম্প্রতি সিরিয়ার
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিপক্ষে তার জনগণের ওপর রাসায়নিক অস্ত্র
ব্যবহারের অভিযোগ উঠে। এতে শিশু-নারীসহ শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপরই
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে টমাহোক
ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে, হামলা থেকে বাঁচতে রাশিয়ান সামরিক যান
এবং সদস্যদের নিরাপদে থাকার বার্তা দেয়া হয়েছে।
No comments