আইন প্রণয়নে এমপিদের অংশগ্রহণ কম: টিআইবি



জাতীয় সংসদে আইন প্রণয়নে সংসদ সদস্যদের অংশগ্রহণ কম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার ধানমণ্ডির মাইডাস সেন্টারে 'টিআইবির পার্লামেন্ট ওয়াচ: দশম জাতীয় সংসদ সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন' শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, জাতীয় সংসদে বিরোধী দলের মতামত ও প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয় না।
টিআইবির গবেষণা প্রতিবেদন বলছে, আইন প্রণয়নের ক্ষেত্রে জনমত গ্রহণের সুযোগ সীমিত। আন্তর্জাতিক চুক্তিগুলো রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ অধিবেশনে উত্থাপিত হয় না। এছাড়া সংসদ কার্যকর করতে বেশ কয়েকটি সুপারিশ করেছে টিআইবি। সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখতে দ্বৈত অবস্থান থেকে সরে আসতে হবে বলেও মনে করে সংস্থাটি। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.