আফগানিস্তানে বোমা হামলায় ৯ মিলিশিয়া নিহত
আফগানিস্তানের
উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখে স্থানীয় মিলিশিয়াদের একটি গাড়ি রাস্তায় পুঁতে
রাখা বোমায় বিস্ফোরিত হয়ে কমপক্ষে নয়জন নিহত হন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ
একথা জানিয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা নূর মোহাম্মদ ফাইজ বার্তা
সংস্থা সিনহুয়া’কে বলেন, ‘শনিবার রাতে চিমতাল জেলায় এই বিস্ফোরণের ঘটনায়
গাড়িতে থাকা সরকারপন্থী স্থানীয় মিলিশিয়া গ্রুপের আরো চার যোদ্ধা আহত
হয়েছেন। স্থানীয় জনগণ রাস্তায় বোমা পেতে রাখার জন্য তালেবানদের দায়ী করছে।
তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই বোমাগুলো পেতে রাখে।
No comments