গ্রিজমান রুখে দিলেন রিয়াল মাদ্রিদকে
বার্নাব্যুতে
পা রাখার আগেই নিজেদের ফেভারিট ঘোষণা করেছিলেন আন্তনি গ্রিজমান। শনিবার
মৌসুমের শেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো অবশ্য ঠিক ফেভারিটের মতো খেলতে
পারেনি। কিন্তু গ্রিজমান ঠিকই স্তব্ধ করে দিলেন ভরা বার্নাব্যু। রিয়াল
মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়ে স্প্যানিশ লীগের শিরোপা লড়াই আরও জমিয়ে দিল
অ্যাটলেটিকো। ঘরের মাঠে ৫২ মিনিটে টনি ক্রুসের ফ্রিকিক থেকে দারুণ এক হেডে
রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। এই গোলেই রিয়াল জয় যখন
সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, তখনই ঝলসে ওঠেন গ্রিজমান। ৮৫ মিনিটে কোরেয়ার
পাস থেকে সমতাসূচক গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড। গত তিন মৌসুমেই
বার্নাব্যুতে জিতেছে অ্যাটলেটিকো। গতবার জয়ের নায়ক ছিলেন এই গ্রিজমানই।
এবার বার্নাব্যু জয় করতে না পারলেও রিয়ালকে এক ধাক্কাই দিলেন তিনি। ৩০
ম্যাচ শেষে বার্সেলোনার (৬৯) চেয়ে এখন তিন পয়েন্টে এগিয়ে রিয়াল (৭২)।
কিন্তু এ মাসেই এল ক্লাসিকোতে জিতলে গোলগড়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে
বার্সা।
ইংলিশ প্রিমিয়ার লীগে এদিন জিতেছে সব বড় দলই। দক্ষিণ কোরিয়ান
ফরোয়ার্ড সনের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের
দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম। দুই ব্রাজিলীয় কুতিনহো ও ফিরমিনোর গোলে
স্টোক সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। চারে
থাকা ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে
যাওয়া ম্যানসিটির জয় নিশ্চিত করেন আগুয়েরো ও ডেলফ। প্রিমিয়ার লীগের শিরোপা
দৌড়ে চেলসির একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন টটেনহ্যাম। টানা ছয় ম্যাচ জিতে
স্পাররাই যা একটু অস্বস্তিতে রেখেছে ব্লুজদের। টটেনহ্যামের এই অগ্রযাত্রায়
বড় ভূমিকা রয়েছে সনের। শেষ পাঁচ ম্যাচে সাত গোল করেছেন এই কোরিয়ান
স্ট্রাইকার। কাল ওয়াটফোর্ডের বিপক্ষেও দারুণ খেলেছেন সন। ৩৩ মিনিটে গোল
উৎসবের সূচনা করেন ডেলে আলী। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান এরিক ডিয়ের। এরপর ৪৪ ও
৫৫ মিনিটে সনের জোড়া গোল। আরও বড় ব্যবধানে জিততে পারত টটেনহ্যাম। শেষ দিকে
সন ও হ্যারি কেনের দুটি আক্রমণ পোস্টে প্রতিহত হয়। পোস্ট-দুর্ভাগ্যে
হ্যাটট্রিক বঞ্চিত হলেও দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার
লীগে এক মৌসুমে ১০ গোলের মাইলফলক পেরিয়েছেন ২৪ বছর বয়সী সন। লীগে এবার তার
গোলসংখ্যা ১১। এএফপি।
একনজরে ফল
স্প্যানিশ লীগ
রিয়াল মাদ্রিদ ১ : ১ অ্যাটলেটিকো
ইংলিশ প্রিমিয়ার লীগ
টটেনহ্যাম ৪ : ০ ওয়াটফোর্ড
লিভারপুল ২ : ১ স্টোক সিটি
ম্যানসিটি ৩ : ১ হাল সিটি
একনজরে ফল
স্প্যানিশ লীগ
রিয়াল মাদ্রিদ ১ : ১ অ্যাটলেটিকো
ইংলিশ প্রিমিয়ার লীগ
টটেনহ্যাম ৪ : ০ ওয়াটফোর্ড
লিভারপুল ২ : ১ স্টোক সিটি
ম্যানসিটি ৩ : ১ হাল সিটি
No comments