ইন্দোনেশিয়ায় ৬ উগ্রবাদী নিহত
ইন্দোনেশিয়ায়
পুলিশের সাথে সংঘর্ষে ছয় সন্দেহভাজন আইএস সদস্য নিহত হয়েছেন। জাভা দ্বীপে
এই অভিযান চলাকালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। রোববার পুলিশের এক
মুখপাত্র একথা বলেন। শনিবার সাত ব্যক্তি পুলিশের একটি চৌকিতে হামলা চালায়।
তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর
পুলিশ তাদের গাড়ি ধাওয়া করে। হামলাকারী সাত ব্যক্তি তাদের গাড়ি রেখে পূর্ব
জাভার তুবানের কৃষি এলাকায় পালিয়ে যায়। জাতীয় পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো
বলেন, ‘স্থানীয় পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি গুলির আওয়াজ
শুনতে পায়। এরপর উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে এবং ছয় উগ্রবাদী নিহত
হয়।’
No comments