পশু খাদ্যে ট্যানারি বর্জ্য নয়
মাছ,
মুরগী ও পশু খাদ্য তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেয়া
রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।রোববার সকালে শিল্প মালিকদের করা আপিল
পুনরুজ্জীবিত করার আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধী
চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন-
অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, পোল্ট্রি ও মাছের
খাবার প্রস্তুতকারক সমিতির করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন রোবাবার আপিল
বিভাগ খারিজ করে দিয়েছেন।
এই আদেশের ফলে ট্যানারি বর্জ্য দিয়ে মুরগী ও
মাছের খাবার তৈরি বন্ধে আগের রায়ই বহাল থাকল বলে জানান মনজিল মোরসেদ। এর
আগে ২০১০ সালের ২৬ জুলাই পরিবেশবাদী সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর
বাংলাদেশের পক্ষে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে
২০১১ সালের ২১ জুলাই এক মাসের মধ্যে ট্যানারি বর্জ্য দিয়ে মাছ, মুরগী ও পশু
খাদ্য তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে
একটি কারখানার মালিকের করা লিভ টু আপিল গত বছরের ৭ ডিসেম্বর খারিজ করে দেন
আপিল বিভাগ।
No comments