ঢাকা আবাহনীর প্রথম জয়
উত্তর বারিধারাকে হারাতে ঘাম ছুটে গেছে শেখ জামালের (বাঁয়ে)। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের ম্যাচে -যুগান্তর |
স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম জয় পেল ঢাকা আবাহনী। ৫-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে টিম বিজেএমসিকে। পাঁচটি গোলই করেছেন তাদের বিদেশীরা। নাইজেরীয় ফরোয়ার্ড সানডে চিজোবা ও সেনেগালের স্ট্রাইকার সারা কামারা দুটি করে এবং একটি গোল ইংল্যান্ডের লি টাকের। দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ১-০ গোলে জয়ী হয় উত্তর বারিধারার বিপক্ষে। দুটি ম্যাচই শনিবার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচের ২০ মিনিটে লিড নেয় ঢাকা আবাহনী। বাঁপ্রান্ত থেকে নেয়া ওয়ালী ফয়সালের ফ্রিকিকে সেনেগালিজ ফরোয়ার্ড কামারা সারার হেড বিজেএমসির ডিফেন্স লাইন হয়ে ফিরে আসে লি টাকের পায়ে। ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান টাক (১-০)। ম্যাচের ৩০ মিনিটে তার বানিয়ে দেয়া বলে গোল করেন কামারা সাররা (২-০)।
৬৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন কামারা সারা (৩-০)। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। ৮৩ মিনিটে সানডে চিজোবার শট জালে প্রবেশ করে (৪-০)। ম্যাচের শেষ মুহূর্তে সানডে আরও একটি গোল করেন। এ জয়ে দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট চার। তিন ম্যাচ শেষে বিজেএমসির পয়েন্ট তিন। বি-গ্রুপে শেখ রাসেল দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। এদিকে এ-গ্রুপে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল শেখ জামাল। নিজেদের তৃতীয় ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় তারা। প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন শেখ জামাল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে একের পর এক জয়ে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে গেছে। নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সকে ৫-০ গোলে হারিয়েছে তারা। সেই তুলনায় প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগের শিরোপাজয়ী উত্তর বারিধারার বিপক্ষে ১-০ গোলে জিততে ঘাম ঝরাতে হয়েছে তাদের। গোলটি হয়েছে উত্তর বারিধারার ভুলেই। ম্যাচের ২০ মিনিটে বক্সের ১০ গজ দূর থেকে শেখ জামালের ডিফেন্ডার লিংকনের উঁচু শট হেড করে ক্লিয়ার করতে যান প্রতিপক্ষ ডিফেন্ডার মনির আলম। কিন্তু বল জড়িয়ে যায় তাদের জালেই (১-০)। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে শেখ জামাল। আগের ম্যাচের হ্যাটট্রিক হিরো ওয়েডস আনসেলমির শট বারে লেগে মাঠের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে শেখ জামালের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে বারিধারা। কিন্তু কোনো গোল আদায় করে নিতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার মিনিটতিনেক আগে বক্সের কোনায় ফ্রিকিক পায় শেখ জামাল। ওয়েডসনের ফ্রিকিক দারুণ দক্ষতায় রুখে দেন বারিধারার গোলকিপার এরশাদ।
No comments