পাখির যেমন সীমানা নেই তেমনি মানুষেরও
‘আমার এখনও কান্না আসে। যখন ‘শঙ্খচিল’ ছবিটির গল্প শুনি প্রিয় দু’দাদুর (গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খান) মুখ থেকে, তখন খুব একটা বুঝতে পারিনি। ছবিটিতে অভিনয় করতে গিয়ে বুঝেছি, পাখির যেমন সীমানা নেই, তেমনি মানুষেরও। দেশভাগের যন্ত্রণা, একই ভাষাভাষী, একই ভাবনার দুই বাংলার মানুষের জন্য রয়েছে বহু বিধিনিষেধ। যা দেশভাগের আগে ছিল না, দু’বাংলার মাঝে তারকাঁটার কঠিন সীমানা ও ভিসার জটিলতা থাকলেও ভাবনা কিংবা মননের কোনো বাঁধাই নেই’- কথাগুলো বলেছেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ ছবির শিশু শিল্পী চরিত্রে অভিনয় করা বাংলাদেশের মেয়ে আনুম রহমান খান সাঁঝবাতি। পহেলা বৈশাখে ছবিটি ভারত ও বাংলাদেশে একযোগে মুক্তি পাচ্ছে। এদিন সাঁঝবাতির উপস্থিতিতে ভারতের কলকাতায় ছবিটির প্রিমিয়ার-শো হবে। বাংলাদেশের ৬টি হলে মুক্তি পাবে ছবিটি। গৌতম ঘোষের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার প্রসেনজিৎ। তার বিপরীতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। ছবিতে তিনি প্রসেনজিৎ’র স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
তাদের ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের সাঁঝবাতি। ছোট্ট এ মেয়েটি জানায়, মানুষ এত সুন্দর, মেধাবী ভদ্র হয় তা গৌতম দাদুকে দেখে বুঝেছেন। শুটিংয়ের শুরুতে কিছুটা ভয় থাকলেও শুটিংয়ের সময় কোনো ভয়ই ছিল না। সবাই আমাকে অনেক আদর করেছেন। মনে হয়েছে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গেই আছি। কুসুম আন্টি আর প্রসেনজিৎ আঙ্কেলকে ঠিক আমার মা-বাবার মতোই মনে হয়েছে। অভিনয় করতে গিয়ে তাদের যে ভালোবাসা পেয়েছি তা জীবনে কোনো দিন ভুলব না। ৫ম শ্রেণীতে পড়ুয়া সাঁঝবাতি ‘শঙ্খচিল’ ছবিটি সবাইকে পেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ জানিয়ে বললেন, ‘আমি শিশু, ছবিটি করতে গিয়ে হাড়ে হাড়ে অনুভব করেছি দেশভাগের যন্ত্রণা, আইনের বিধিনিষেধ। শিশুরা এ ছবিটি দেখার পর বুঝতে পারবে দেশভাগের দুঃখের কথা, সংগ্রামের কথা।’ ছবির প্রযোজক হাবিবুর রহমান খান জানান, ছবির গল্পটিই মানবিক। মানবতার কাছে বিডিআর (বিজিবি) কিংবা বিএসএফ প্রায় হেরে যায়। ভুলে যান কঠিন দায়িত্বের কথাও। এখনও হয়তো তারকাঁটার বেড়া, এক সময় তা ছিল না। অনায়াসেই এপার-ওপার বাংলার মানুষ একাকার হয়ে যেতেন। ছবিটি সবাইকে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইছামতি নদীর পাড়, কলকাতার টাকি শহরসহ ওপারের বেশ কয়েকটি হাসপাতালে ছবিটির শুটিং চিত্রায়িত হয়েছে। ছবিটির ভারতীয় প্রযোজক হচ্ছেন প্রসেনজিৎ। চিত্রনাট্য, চিত্রগ্রাহক ও পরিচালক গৌতম ঘোষ।
No comments