ব্যাংকের উপদেষ্টা হিসেবে যোগ দিলেন সাবেক প্রধান বিচারপতি
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এর আগে ২০১৩ সালের ২৪ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন তিনি। আইনজীবী হিসেবে ১৯৭০ সালে জেলা কোর্টে,
১৯৭৬ সালে হাইকোর্ট ডিভিশনে ও ১৯৮২ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাপিলেট ডিভিশনে অন্তর্ভুক্ত হন। ১৯৯৮ সালে তিনি হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি ও ২০০০ সালে নিয়মিত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০০৯ সালের ১৬ জুলাই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার পূর্বে ২০১০ সালের ২৫ মার্চ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন।
No comments